সন্ধ্যা প্রদীপ জ্বালাতেই উজ্জ্বল মন…
একাকী জীবন এর বেশি তেমন কিছুই চাওয়ার নাই।
নৌকার খোলসে ভেসে বেড়ানো জীবন
ইচ্ছের নোঙর তুলে নিলেই পেয়ে যাই কূল অকূলের স্বাদ…
জ্যোৎস্না স্নানে মিটে যায় অবসাদ!..।
3 thoughts on “সন্ধ্যা প্রদীপ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালবাসা নিবেন ভাইজান।
ইচ্ছের নোঙর তুলে নিলেই পেয়ে যাই কূল অকূলের স্বাদ…
জ্যোৎস্না স্নানে মিটে যায় অবসাদ!
চমৎকার