অশ্বত্থের ছায়া

জলীয় সুতোর কারুশিল্পের সাথে
ছড়িয়ে আছে জল, মাছের শিকার
এ অদেখা এক জাল, মৎসচাষে সাধু বক
দুলে ওঠা নিয়ে সংশয় নেই হয়তো
জলভাসা মৃদু গোলাপী অহংকার
ডুবিয়ে রাখছে তোমাকে,
ডুবিয়ে রাখছে আমাকে।

পুতুল ছিলাম কোনোদিন হয়তো
যদিও উপাধিতে মারমেড অথবা রাজকুমারী
মূলতঃ ছিলাম সুঁই
ফোঁড় দিয়ে অন্যের জীবনপ্রণালী গেঁথে দেয়া।
সূঁচের উপরেই নাচগানের নকশী
নাচো পুতুল, নাচো
বার্বির উঁচু বুক সাজাবে মিহিন সুতো।

অতঃপর বাম স্তন কেটে নিয়ে সুখের মহড়া
সাইক্লোনের মূল লেজুড়ের খোঁজে
ছটফটিয়ে আরো বুনো হওয়া
আরো উড়িয়ে নেয়া বিজনের ঘর।
উপরে উঠে গেছে পরিধি
যাকে তুমি কুঞ্জবন ভেবেছিলে
সে আসলে হাওয়ার খেলা।

2 thoughts on “অশ্বত্থের ছায়া

  1. উপরে উঠে গেছে পরিধি
    যাকে তুমি কুঞ্জবন ভেবেছিলে
    সে আসলে হাওয়ার খেলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সত্যই বেশ ভাবনাময় কবি আপু ভাল থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।