জগতের অপর পাড়ে
হেঁটে হেঁটে কতকিছু খরিদ করলাম।
আমার সঞ্চয়ে আছে
স্ট্যাচু অফ লিবার্টি
আইফেল টাওয়ার
বুর্জ আল খালিফা
ব্লু মস্ক
বার্লিন ওয়াল
বাকিংহাম প্যালেস।
আছে
ইজিপ্টের দুই প্রস্থ পিরামিড
আর বেবিলনের সেই ঝুলন্ত উদ্যান।
শাহজাহানের স্মৃতি বিজড়িত তাজমহলে
প্রেমের ওয়াদা করে
প্রেমিকাকে নিয়ে নায়েগ্রা ফলসে উড়াল দেই।
আমস্টারডামের রেড লাইট ডিস্ট্রিকে
এক নীল নয়না কয়েক ঘণ্টার সার্ভিস শেষে
পঞ্চাশ শতাংশ ছাড়ে রাজি হয়ে যায়।
মরক্কোর গ্রাম্য কুটিরে তাজিন খেয়ে
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে
তের ঘন্টার বিশ্রাম।
প্রফুল্ল মনে আমি যখন ঢাকার আকাশে
তখন মনে পড়ে; আনসার মাঠের মন গাছ
ছাড়া আর কোনো সঞ্চয় অবশিষ্ট নেই।
সবকিছুই মেকি; মন গাছ জগতের একমাত্র সত্য,
যত দূরে যাই, বার বার ফিরে আসি আনসার মাঠে।
সবকিছুই মেকি; মন গাছ জগতের একমাত্র সত্য,
যত দূরে যাই, বার বার ফিরে আসি আনসার মাঠে।