বৃষ্টি নামে টুপুর টাপুর ……. প্লাবনে ভাসে দুইকুল
আমার বর্ষণসিক্ত কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বৃষ্টি নামিল টুপুর টাপুর
অজয়ে আসিল বান,
খেয়া পারাপার বন্ধ আজিকে
বাঁধা আছে তরীখান।
জোয়ারের জলে হাসিছে অজয়
ভেসে যায় দুই কূল,
প্লাবনের জলে ভাসে তরুশাখা
ভেসে যায় তরুমূল।
নদীবাঁধ ভেঙে গাঁয়ে ঢুকে জল
চারিদিকে কোলাহল,
ঝড়ো হাওয়ায় নীড় ভেঙে যায়
কাঁপে বিহগের দল।
অশনি ভরা বিজুলির হাসি
অন্ধকার কাল মেঘে,
গুরু গুরু স্বরে গর্জিছে মেঘ
বায়ু বয় দ্রুত বেগে।
আষাঢ়ের মাসে ঝরিছে বাদল
নদীতে বন্যা প্রবল,
প্লাবনের জলে ভাসে গোটা গ্রাম
চারিদিকে শুধ জল।
জোয়ারের জলে হাসিছে অজয়
ভেসে যায় দুই কূল,
প্লাবনের জলে ভাসে তরুশাখা
ভেসে যায় তরুমূল।