আমাদের ভ্রমণ শুরু হবার আগেই
তুমি, তুমি যেন পিছলে গেলে
সন্ধ্যা লাগি লাগি সময়ে
তোমার গালের ট্রান্সপারেন্ট আঁচিল
যাকে একফোঁটা পানি মনে করে
আমি চুমু খেতে চেয়েছি অনেকবার
তোমার ঢেউ ঢেউ ঠোঁট
আমাকে কম্পমান খরগোশের
নরম শরীরকে মনে করিয়ে দিয়েছে প্রতিবার
অথচ তুমি পিছলে গেলে
তোমার পতন দেখা হলো না
দেখা হলো না কত দ্রুত তুমি লাল হয়ে ওঠো
একটু আগে সামনের ঐ রাস্তা টপকে
হাত ধরাধরি করে যার সাথে তুমি চলে গেলে
ঐ ছেলেটাকে আমি, আমি চিনিনা
সুন্দর কবিতা। একরাশ শুভেচ্ছা প্রিয় কবি বন্ধু।