দৃষ্টির সম্মুখে
ছেয়েছে অসারতা
কিছু গল্প করেছে মায়ার প্রতিলেপন।
সাদৃশ্য আশা
সুদূরের পথে অস্পষ্ট
স্পষ্ট উচ্চারণে বিদায়ের ক্ষণ
দৃষ্টির ফাগুনে
ফুটেছিল স্বপ্নের ফুল
কপাল ছুঁয়ে শূন্যতায় মেলে থাকা চোখ
যা কিছু জমা
সবই তার অফাল্গুন
আজ মেলে দেখি হিসাবের পাতা
মিছেমিছি সেসব ছিল তার
স্পষ্ট উচ্চারণে
আজ তাই নিজেই নিজেকে করেছে বিমুখ।
দৃষ্টির ফাগুনে
ফুটেছিল স্বপ্নের ফুল
কপাল ছুঁয়ে শূন্যতায় মেলে থাকা চোখ।