অপেক্ষা

297

দমকা একটা বাতাস আসুক ধেয়ে
উড়িয়ে দিক সব নায়ের পাল।
ছিন্নভিন্ন হোক জীবন।
কেটে যাক অপেক্ষায় শতশত যুগ
হঠাৎ কেউ ভিজিয়ে দিক আঁচল।
পূর্ণ হোক এই না পাওয়া মন।

2 thoughts on “অপেক্ষা

মন্তব্য প্রধান বন্ধ আছে।