তুমি আসবে বলে তাই

297f

চেয়ে থাকি অজানায় নির্বাক দৃষ্টি মেলে
একবার যদি দেখা পাই দূর শংঙ্খচিলে।

ভাবনা জুড়ে আছো তুমি
আমার সারাদিন ভর।

বেখেয়ালী মন খুঁজে ফিরে
তোমায় শুধুই অষ্টপ্রহর।

তুমি আসবে বলে তাই
আজো আমি পথ চেয়ে রই।

গোধূলীর শেষ আলোই খালি পায়ে হেঁটে
চলে এসো তুমি বর্ষিত শ্রাবণের সূর্যস্নাণে।

3 thoughts on “তুমি আসবে বলে তাই

  1. গোধূলীর শেষ আলোই খালি পায়ে হেঁটে
    চলে এসো তুমি বর্ষিত শ্রাবণের সূর্যস্নাণে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. চমৎকার লিখেছেন, কবি। শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।