অভিমুখ

চারকোণা মেঘ
সরে উড়ে যাচ্ছে কই!
নানুবাড়ি বুঝি? কোন গ্রাম?

শেকল সরিয়ে পায়রা উড়িয়ে
আকাশের নীচে তুমি, তুমি ওই
বাড়ি নেই, ঘর নেই। যাও কই?

আকাশ আছে মেঘ নেই
মেঘ আছে আদরবাড়ি নেই
বড় হয়ে আকাশ নয়, মাটি ছুঁয়েছো শেষে!

2 thoughts on “অভিমুখ

  1. আকাশ আছে মেঘ নেই
    মেঘ আছে আদরবাড়ি নেই
    বড় হয়ে আকাশ নয়, মাটি ছুঁয়েছো শেষে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. বেশ অনুভূতি ছোঁয়া মুগ্ধতা কবি আপু

    ভাল থাকবেন——- 

মন্তব্য প্রধান বন্ধ আছে।