ভাদ্ররী মেঘলা আকাশ
বর্ণ চূড়ায় বিষাদের অনল
তবু পুড়ছে না মাটির মন
ভাদ্ররী মেঘলা আকাশ;
এই সরিষা ফুলের মাঠ
এতো বর্ষায় ভাসছে পাপড়ি
অথচ বৃষ্টির আনন্দ নেই;
যত সরিষা ফুলের মাঠ!
মেঘ শূন্য আঁধারে আর্তনাদ
ঘন রাতদুপুরে সর্বনাশ-
স্নিগ্ধ ভোরে অক্লান্ত ঘাস!
বলো কে বায় বাতাস?
০৮ ভাদ্র ১৪২৯, ২৩ আগস্ট ’২২
4 thoughts on “অক্লান্ত ঘাস”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
খুবই অসাধারণ লিখেছেন
মুগ্ধতা রেখে গেলাম।
জি মহী দা
অনেক শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন
শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার।
জি মুরুব্বী দা
অনেক অনেক শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন———