তোমাকে মান্যবর

Scr

কদর্য রাজার একদল জিঘাংসার কালিতে লিখে দিচ্ছে দৈনিক প্রতিদিন। নাট্যমঞ্চে সং সেজে একদল কুশীলব লিখে যাচ্ছে যাবতীয় অভিনয়। একদল মুখের নেকাব সরিয়ে আত্বস্থ করছে গালিবিদ্যা। ওখানে এখন খিস্তি-খেউরের বসন্ত উৎসব। নর্দমার নোংরা ঘেটে ঘেটে তুলে আনা দুঃশাসনের কাল!

এখানে চাল ডাল নুন তেল পান্তা আনতেই যাদের অকাতরে ঝরে যায় জীবনের ক্লেদ, অবশিষ্ট কাল; তারা ঠিক কবে প্রাত্যহিক দুর্বিসহ জীবনের ধারাপাত আত্বস্থ করে শেষবার আরেক মানুষকে বলেছিল ‘ভালো থেকো’ আর মনে নেই।

এখানে পশু ও পাশবিক ভঙ্গিকা রপ্তকারীরা অনায়াসে লিখে মানুষের সংবিধান! এখানে তাবৎ দুঃশাসকেরা আকাশের সামিয়ানা জুড়ে টাঙ্গিয়ে দিয়েছে নোটিশসমগ্র; এখানো বিদ্রোহ মানা, মাথা তুলে দাঁড়ানো যাবে না!

শোন হে মান্যবর তুমি ইতিহাস শেখোনি? জানো না মানুষের মাথা খুব বেশিদিন মাটিতে থাকে না?

2 thoughts on “তোমাকে মান্যবর

  1. সালাম কবি সুমন দা কেমন আছেন 

    অনেকদিন পর আপনার লেখা পাঠ করলাম

    ভাল ও সুস্থ থাকবেন————–

  2. শোন হে মান্যবর তুমি ইতিহাস শেখোনি?
    জানো না মানুষের মাথা খুব বেশিদিন মাটিতে থাকে না? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।