অতীত থেকে

30075

একটি হিমশীতল অন্ধকার ছায়া
আমাকে তাড়া করে বেড়াচ্ছে, দীর্ঘকাল।

সংকীর্ণ জীবনের এই পথ ধরে
যখন আমি সাবলীল হেঁটে চলি
তখন সেই স্মৃতির কালো মেঘ
দুর দুড়ান্ত থেকে তাড়া করে ফেরে।

সেই নিকষ কালো অন্ধকার বিবর্ণ ছায়া থেকে
আজও পালিয়ে বেড়ানোর জন্য অক্লান্ত চেষ্টা।

মানুষের অন্তর ঘৃণিত মিথ্যে প্রেম,
মিথ্যে আবেগ দিয়ে গড়া মিথ্যে ভালবাসা
যখন চাঁদের আলোয় বরফের মত,
আর সূর্যের তীক্ষ্ণ রোদের ন্যায় প্রকাশ্যে আসে
তখন সেই জীবন যেন মহাসমুদ্রের মাঝে
উতাল পাতাল ঢেউয়ের বুকে যুদ্ধ করা।

কিছু ছায়া ধাপে ধাপে ভেঙ্গে দিয়ে যায়।

পালিয়ে চলা সেই অতীত থেকে
দুর্বিসহ সেই অন্ধকার আলোড়ন থেকে
নিকষ কালো পথে
কোনো দিন ফিরে যাওয়া হবেনা।

তবে বার বার সেই পথই আঘাত করবে।

আবেগগুলো ধীরে ধীরে মরে গেছে
স্বপ্নগুলো ধীরে ধীরে চাপা পড়ে
দুঃস্বপ্নের স্তুপে, স্বাধীনতা পক্ষান্তরে
নষ্ট হয়েছে পরাধীনতার শিকলে।

শুধুমাত্র একটি কুৎচিত ছায়া;
শুধুমাত্র একটা কুৎসিত ছায়া সর্বস্বান্ত করেছে
নিঃশেষ করে দিয়েছে জীবন।
যে অন্ধকার বেরিয়ে আসতে দেয় না
যে অন্ধকার বের হতে দেয় না আলোয়
এই হল সময় এবং জীবন।

যেখানে পরাধীন আত্মা কখনো বিশ্রামে যেতে পারেনা।

1 thought on “অতীত থেকে

  1. যে অন্ধকার বেরিয়ে আসতে দেয় না
    যে অন্ধকার বের হতে দেয় না আলোয়
    এই হল সময় এবং জীবন।

    যেখানে পরাধীন আত্মা কখনো বিশ্রামে যেতে পারেনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।