বলেছো বন্ধু মুখে
ছিলেনা
দুঃখে কভু
ছিলে শুধু সুখে!..
বলেছো আপন
দিয়েছো জ্বালা
নিয়েছো মালা
দাওনি তবু মন।
বলেছো বন্ধু
দেয়ার বেলায় বিন্দু দিয়ে
নিয়েছো কেড়ে সর্ব সিন্দু!..
দিন শেষে
নিজেকে পেলাম একা
অন্তহীন প্রান্তরে…
বন্ধু বলে নেই কেউ
সর্ব শ্রান্তির অন্ধকারে!…
দিন শেষে
নিজেকে পেলাম একা
অন্তহীন প্রান্তরে…
বন্ধু বলে নেই কেউ
সর্ব শ্রান্তির অন্ধকারে!…