তুমি আরো কিছুদিন দূরে থাকো
আমি একটু বিরহে কাতর হয়ে নিই
আর একটু জ্বালাময়ী আকাঙ্ক্ষায়
হৃদয় খণ্ড বিখণ্ড হোক-
–তারপর আরো কিছু কাল পর তুমি এসো
লালচে কালো শাড়ীটা পড়ে
মেকী হাতার ব্লাউজটার সাথে ম্যাচিং করে
চুল গুলো নরম খোপায় বেঁধে
জানো- তোমার খোপার নিচে খোলা পিঠ টুকু
যেনো মনে হয় মেঘ কেটে নির্গত একফালি চাঁদ
আমি উদগ্রীব হয়ে থাকবো হাত বাড়িয়ে
তুমি একটু লাজুক
একটু দ্বিধা কিংবা একটু কানি অহংকারে দিতে পারো বাধা
আমিও খুব জোর করবোনা
বহু বিরহে কাতর দেহ শক্তি পাবেনা যে-
তবুও আগলে নিতে চাইবো।
আমার এক একটি স্পর্শে শির শির করে কেঁপে উঠবে তুমি
লজ্জাবতী লতার মত নেতিয়ে যাবে
তবু তোমার এক একটি উষ্ণ নিঃশ্বাস
ছুঁইয়ে যাবে আমার বুক
তোমার বুকের সুচালো ছোঁয়ায়
ভয়ানক সাপের ফানার মত ফুসে উঠবে আমার সর্বশীর
আমি আরো নিবিড়তা চাইবো
বহু দিনের জমানো জ্বালা নেভাতে চাইবো
তুমি নব বধূর মত ভাব করবে
লজ্জা লজ্জা ভাব
যেন এখন তুমি নব তন্বী-যেন অক্ষত কুমারী
আমি তর না সইতে পেরে অনুভব করবো তীব্র তৃষ্ণা
রাগ অনুরাগ মান অভিমান
লাজ লজ্জা সব ভুলে তুমি উন্মোচিত হবে
জ্যোৎস্নার প্রফুল্ল ধারায় স্নান করবে
আমিও সিক্ত হব অমৃত সুরায়–
একটু দ্বিধা কিংবা একটু কানি অহংকারে দিতে পারো বাধা
আমিও খুব জোর করবোনা
বহু বিরহে কাতর দেহ শক্তি পাবেনা যে-
তবুও আগলে নিতে চাইবো।