প্রতীক্ষা

3054

এখানে এই জানালার ফাঁকে
হাজার বছরের বয়ে বেড়ানো সোনালী স্বপ্ন
অন্তরে অন্তরে উচ্চারিত হয়
সেই কয়েক মিলিয়ন বছরে পুরনো
চাঁদের রাতে, যখন জ্যোৎস্না দূরবর্তী
জগত থেকে নেমে এসে সেই একই
জানালার ফাঁক গলে এই ঘর
এই মন আলোকিত করে মহাজাগতিক এক
অনন্ত স্বপ্নের হাত ধরে হৃদয়ে সমীরণ তুলে।

প্রতীক্ষা; কোন এক সুপুরুষের
যে কিনা জগতের সকল পাপ মোচন করে
কথা দেবে আমায়, তুমি ছাড়া কেউ নেই কিছু নেই;
আমার এই অধমৃত আত্মায়
তার উজ্জ্বল বর্ণের হাসিতে প্রাণ ফিরিয়ে দেবে
তখন হয়তো আমার উজ্জ্বল পৃথিবী
নক্ষত্রের মতো জ্বলজ্বল করে
নেমে আসবে সেই মানুষ পটে যার জন্য আমার লক্ষাধিক বছরের প্রতীক্ষা
যার জন্য আমার থেমে যাবে অস্তিত্বের লড়াই
আর নিশ্চিন্তে পাড়ি দেবো পৃথিবীর এই মহা পথ।

2 thoughts on “প্রতীক্ষা

  1. নেমে আসবে সেই মানুষ, পটে যার জন্য আমার লক্ষাধিক বছরের প্রতীক্ষা,
    যার জন্য আমার থেমে যাবে অস্তিত্বের লড়াই;
    আর নিশ্চিন্তে পাড়ি দেবো পৃথিবীর এই মহা পথ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।