রঙ্গমঞ্চের কালো পর্দা

daud

সহস্র বিষণ্ণ রাত পাড়ি দিয়ে
বাগানের অজস্র ফুল মাড়িয়ে বপন হয় একটি স্বপন!
সেই স্বপন ভাংতে কতক্ষণ?
একটি স্বপ্নের আয়োজনে বিভাজিত আপন -পর, মিত্র- দুশমন
যোজন বিয়োজনের নির্মম অধ্যায় পেরিয়ে, পৃথিবীর তাবৎ মোহ ত্যাগ!
দিকভ্রান্ত পাখির ভাগ্য নির্ভর ডানা মেলে উড়াল দেয়া অ-দিগন্ত পথে!
সেই স্বপন ভাংতে কতক্ষণ?

প্রিয়তমার চোখে রঙ্গমঞ্চের কালো পর্দা
আড়ালের ছায়া, আবহ কণ্ঠ
জীবন ভর্ত্তি যানবাহনে পেট্রোল বোমার প্রজ্বলিত দাহ
আদর্শচ্যুত রাজনীতির বলি হতে কতক্ষণ? শোকাবহ
স্বজনের অশ্রুতে জ্বল জ্বল করে ঘৃণা, ক্ষোভ, প্রতিশোধের স্পৃহা!
ইথারে ধুকে এক একটি স্বপন
জীবন!!

টুক টুকে লাল লিপস্টিকের ঝলকে লকলক করা লোলুপ জিহ্বা
চোখের পাতায় রহস্য তিথির কারুকার্য,
সুডোল বুকের উষ্ণ শাঁখ থেকে বেরোয় বোঁটকা গন্ধ!
আহ!!
দারুণ!
অসম!!
স্বর্গীয় অপ্সরা
ডানা কাটা পরী!!
কতো কি বাহবা, অভিনন্দন, শুভেচ্ছা, শুভানুধ্যান
আমি শুধু জানতে চেয়েছিলাম স্বপ্ন কি?
নেড়ি কুত্তার মতন কুই কুই করে মনিবের পা চাটতে পারিনি যদিও!
সভ্যতার হাত ধরে
সততার অনু চক্রে স্থাপন করতে চেয়েছিলাম মহার্ঘ স্বপন!
অনাকাঙ্ক্ষিত জ্বালাও পোড়াও থেকে অনেক দূরে
অবাঞ্ছিত জঞ্জাল হতে অনেক অনেক দূরে…
যেখানে মন – মানবতার বিচারে জীবন ধারণ করে।

কতক্ষণ লেগেছিল প্রাণ গুলো অঙ্গার হতে?
কত টুকু আহাজারি উঠেছিল প্রাণ হতে প্রাণ নিঃশেষ হতে
কতক্ষণ জ্বলেছিল
কতক্ষণ লেগেছিল ভেঙ্গে যেতে একটি স্বপন?

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “রঙ্গমঞ্চের কালো পর্দা

  1. কত টুকু আহাজারি উঠেছিল প্রাণ হতে প্রাণ নিঃশেষ হতে
    কতক্ষণ জ্বলেছিল
    কতক্ষণ লেগেছিল ভেঙ্গে যেতে একটি স্বপন? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।