সেই থেকে তোমার দেশে শরৎকাল আসলে
আমার দেশে বর্ষার প্লাবন আসে।
শরতের পর শীতকাল তখন তুমি দামী
কম্বলের উষ্ণতায় ঠোঁটের সাথে ঠোঁট মিলাও।
আমি তখন প্রকৃতির সাথে লড়াই করি
ভাগ্য বদলে দিগভ্রান্ত হয়ে ছুটে বেড়াই
প্রকৃতির মত মানুষগুলিও হয়তো মজা পায় ।
আমার প্রতি তোমার মোহ কমতে শুরু করেছে
আগেই আমাকে জানাতে পারতে
আবেগ দিয়ে প্রেম ভালোবাসা হয়
শরতের কাশফুলে ভ্রমর হওয়া যায় না।
এই চোখ উঠার জটিল সময় আমি কালো
চশমা পরে পথ চলি
সত্যিই বলছি এটা কেনো আভিজাত্য নয়
তোমার নজর হতে বেঁচে থাকার ব্যর্থ প্রয়াস মাত্র।
.
ছবি# মাইশা। (আর্ট, আমার বড় মেয়ে)
অভিনন্দন প্রিয় মাইশা।
বাবার কবিতা তোমার ছবিকে আরও পূর্ণতা দিয়েছে। গুড লাক।
খুব সুন্দর এক অনুভূতির ছোয়া কবি দা