যাবার যখন এতই ছিল তাড়া
আসলে কেন বাঁধার পথ মাড়িয়ে
আপন করে নিবার ছলে তুমি
শূন্যে বুকে কেন দিলে তাড়িয়ে।
নিথর হৃদয় ছুঁয়ে গেলে তুমি
দূর আকাশের অচিন কোনো পথে
চোখের মাঝে চোখ বসিয়ে শুধু
একলা আমি তোমার অপেক্ষাতে।
হৃদয় খাঁচায় কষ্ট বিলাস-গীতি
শূন্য এখন বুক জমিনের ছোট্ট ঘর
মেঘের পাড় ভেঙে বৃষ্টি নামে
জানালা দিয়ে আসে স্মৃতি নামের ঝড়।
মনের দুয়ারে আগল দিয়ে চুপিচুপি
জ্বাললে কেন এমন প্রেমের আলো
স্বপ্নে বাঁধানো আকাশ ছেড়ে তুমি
যাবেই যদি তবে বাসলে কেন ভালো।
স্বপ্নে বাঁধানো আকাশ ছেড়ে তুমি
যাবেই যদি তবে বাসলে কেন ভালো।