পৃথিবীর পা থেকে এখনও খসে পড়েনি ফুলঘুঙুরের ছায়া
যারা অভিমানী রাতের সাথে কাটিয়েছিলাম যৌথবাসর,
তারা কেউই ভুলে যাইনি চন্দনের ঘ্রাণকাহিনি। তবু কেউ
যুদ্ধের দামামা বাজাবে বলে, শাণাচ্ছে সঙ্গিন। রোবটের
প্রলম্বিত পাঁজরের পাশাপাশি সাজিয়ে দীন মানুষের পাঁজর
পর্যবেক্ষণ করছে পারমাণবিক সন্ধ্যার হাসি।
কবিতার কোনো প্রতিপক্ষ নেই জেনেও, একদল মতলববাজ
লিখে রাখছে কবিতার আদলে কিছু জঙ্গল। কিছু জুয়াড়ি,
জুয়া খেলা বারণ রেখে- কাটাকুটি খেলা খেলছে সমুদ্রের সাথে।
পাহাড়ের চূড়া থেকে এখনও মুছে যায়নি মানুষের পদছাপ,
আমরা যারা অনুসরণে বিশ্বাসী- তারা সকল অন্ধকার
অস্বীকার করে দাঁড়াতে চাইছি,
একটি কালো জিরাফ শুধুই গলা বাড়াচ্ছে
আমাদের দিকে…… আমাদের দিকে।
পাহাড়ের চূড়া থেকে এখনও মুছে যায়নি মানুষের পদছাপ,
অস্বীকার করে দাঁড়াতে চাইছি,
একটি কালো জিরাফ শুধুই গলা বাড়াচ্ছে
আমাদের দিকে…… আমাদের দিকে।