যা কিছু দেখছি তার কোনো শরীর নেই
স্যাঁতসেঁতে রাস্তায় নিজেকে দাঁড় করিয়ে
শাদা রেসের ঘোড়া দেখি-জ্বালানি খেয়ে
ছুটছে বুনো হুইসেল, লাল হলুদ বাতিগুলো
তুমুল স্যাডনেসে হাসা ছাড়া উপায় কী,
নদীপাড়ের তিতপুঁটির মতো লাফাচ্ছি
লজ্জা চেপে, এমন চাবুকের তলে
ম্যানহোলে নেমে পড়া মানুষ প্রচুর ভাত
কুড়োচ্ছে। শরীর কেটেকুটে রোদ বেরোয়-
সহজ অনুবাদে সফল হাসির পুনর্লিখন
সুতীব্র লোশনের ভার প্রচুর গ্রহণ করি
একটা-একটা পশম গুনে-তার ছায়াকণা-
বুক পকেটে বুনো হাতির মৃৎশিল্প সেরে
নিঝুম অন্ধকারের ওধারে গোলাপ ধরি
এসো বন্ধু, অশ্রুবিন্দু চূড়ায় আমরাই রাজা!
বুক পকেটে বুনো হাতির মৃৎশিল্প সেরে
নিঝুম অন্ধকারের ওধারে গোলাপ ধরি
এসো বন্ধু, অশ্রুবিন্দু চূড়ায় আমরাই রাজা!