পরের জন্মে আমি আয়না হবো,
তোমার ঘরের আয়না হবো।
কাজল দেবার ছল্ করে চোখে চোখ রেখে
চুপটি করে দেখবো তোমায়।
আর কিছু হই বা না হই,
পরের জন্মে ঠিকই আমি তোমার কপালে টিপ হবো।
মাতাল ওই ঠোঁটে লাল লিপিস্টিক হবো।
আর কিছু হই বা না হই,
পরের জন্মে ঠিকই আমি তোমার হবো।
এ জন্মের দুঃখটা পরের জন্মে ঘুচিয়ে দিবো।
পরের জন্মে আমি শুধু তোমার হবো।
আর কিছু হই বা না হই –
তোমার চোখের কাজল হবো, পায়ে পায়েল হবো।
বৃষ্টি সুরে সুরে গান শোনাবো।
আর কিছু হই বা না হই –
তোমার কানের দুল হবো, খোঁপায় গাঁথা বেলি হবো।
বাদল দিনের কদম হবো।
আর কিছু হই বা না হই–
তোমার ঘরের আয়না হবো, অপলকে তোমায় দেখবো।
চোখের তারায় আকাশ আঁকবো।
আর কিছু হই বা না হই –
তোমার নাকের নোলক হবো, শ্বাস প্রশ্বাসে ছোঁয়া পাবো।
এ জন্মের দূরত্বটা এক নিমিষেই ভুলে যাবো।
পরের জন্মে আমি আয়না হবো,

তোমার ঘরের আয়না হবো।
কাজল দেবার ছল্ করে চোখে চোখ রেখে
চুপটি করে দেখবো তোমায়।