মন চোখ

imag

তোমরা যে চোখে দেখছো সবাই
সেই চোখের দেওয়ালে স্বার্থপরের
বারুদ লেগে আছে; আমার নাকে
বারুদের গন্ধ আর হাহাকার চিহ্ন-
মন সাগর ঢেউয়ে- ঢেউয়ে ভাঙ্গছে
চোখের সীমানা পার- তাকেই বলছো
অথৈ সুখের ঠিকানা, মাটির ভাবনায়
ভেবে দেখো কি আর্তনাদ, দোআঁশ?
দুচোখ অন্ধ হলো- কিছুই বোঝবে না
সময়ের মূল্য! সময়ে দেখো মন চোখ।

০৩ কার্তিক ১৪২৯, ১৯ অক্টোবর ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “মন চোখ

  1. শিরোনাম পড়লে সহসাই মনে হবে লিখাটি হয়তো রোম্যান্টিক লিখা।

    আসলে তা নয়। আজকের লিখা নিঃসন্দেহে দ্রোহের কবিতা। জাগরনের কবিতা।

    অফটপিকঃ প্রিয় বাউল কবি আজকে মাত্র দুটি পোস্টে আপনি মন্তব্য দিয়েছেন। আশা থাকবে প্রতিটি পোস্টেই আপনার মন্তব্য থাকবে। অগ্রীম শুভকামনা রইলো। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জি মুরুব্বী দা সময়ের স্বল্পতা

      চেষ্টা করব ভাল থাকবেন

  2. অসাধারণ প্রকাশ কবি সত্যি মুগ্ধতায় পরিপূর্ণ একটি লেখা শুভ কামনা রইল

    1. জি কবি মহী দা
      কষ্ট করে পড়ার জন্য
      লাল গোলাপের শুভেচ্ছা নিবেন!
      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।