প্রায়শ লাল মোরগের মতো ছুটে বেড়াচ্ছে।
নিবিড় এক নির্জন সফর, চিকন গলায় রুয়ে
স্বরশ্রুত বন-অনেকটা বিভ্রম জ্বরে, তাপে-
কাঁপছে সেগুলোর ছবি। শরীর থেকে
শাদা নুনের বাকলে অম্লফোঁটার সংস্কার
আর শিশুর মতো হিজিবিজি আনন্দ,
এই দেখা পড়ে আছে কুসুম অভ্যেসে
নিকটতম যমুনার বিকেল, সায়াহ্নকৃত্য যেন
যেরকম জেলেদের মাছকন্যা শরীরে-
সমস্ত সলাজ পাকানো অধরা-রূপ,
কামনার মুগ্ধতা নুয়ে পড়া শীতল বার্তা
ক্রোধ ভুলে গিয়ে এক গৃহাস্থালী দিনে
ব্যক্তিগতকে খুঁটে খুঁটে তুলে দেয়-
সুসাস্থ্য ঘাসের ওপর; অব্যবহৃত পয়সার
আদলে বহু রেজগি শিশির, প্রত্যেক দিনের
বিনম্র সহজ চোখ, সমস্ত নদীপাড়-বিনিদ্র চুল
যেন তাঁর শাদা সন্ধ্যা।
অব্যবহৃত পয়সার …
আদলে বহু রেজগি শিশির, প্রত্যেক দিনের
বিনম্র সহজ চোখ, সমস্ত নদীপাড়-বিনিদ্র চুল
যেন তাঁর শাদা সন্ধ্যা।
যেরকম জেলেদের মাছকন্যা শরীরে-
সমস্ত সলাজ পাকানো অধরা-রূপ,
চমৎকার কবি টিপু দা
চমৎকার লেখা