যাপিত জীবন

শোকাচ্ছন্ন অপরাহ্ণ পরে
অতৃপ্ত স্বপ্নগুলো তাড়া করে ফিরে,
আমি নিশিদিন পালিয়ে বেড়াই
নতুন ভোরের তরে।

সাজানো ঘর, চেনা পথঘাট
সব ভুলে, যাব চলে বহুক্রোশ দূরে।
যেখানে অতীতের দীর্ঘশ্বাস
ভবিষ্যতের ধোঁয়াশা মেঘ
কিছুই স্পর্শ করবে না মোরে।

না মৃত্যু, না জীবন
এ যেন মুক্তির অবগাহন,
পশ্চাদের নেই কোন টান
সম্মুখের নেই হাতছানি
রুদ্ধ হবে মৃত স্বপ্নের আনাগোনা
রবে শুধু বাঁচিবার তৃষ্ণা একটুখানি।

বহুপথ ঘুরে ভিন্ন দেশী ঘরে
স্বস্তি না হোক, শান্তি যদি পায় মন,
সেই স্বর্গেই হোক তবে শেষবেলার
মোর যাপিত জীবন।

নাদেরা ফারনাছ সম্পর্কে

নাদেরা ফারনাছ শিমূল জন্ম ৯ ই অক্টোবর রাউজান জেলার ফতেনগর নোয়াজিষপুর গ্রামে। তিনি মরহুম দানবীর আবদুল অদুদ চৌঃ পুত্র মরহুম নজরুল ইসলাম চৌঃ( বাদল) ও মনোয়ারা বেগম দোভাষ (বুড়ী) এর দ্বিতীয় সন্তান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর দর্শন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে ডিপ্লোমা ইন কমপ্লায়েন্স এবং মানব সম্পদ ব্যবস্থাপনার উপর পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা ও ২০১৭ সালে এল, এল,বি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ১০০% রপ্তানি মুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আছেন এছাড়াও তিনি বর্তমানে চট্টগ্রামে একটি "টয়বক্স" নামক ডে কেয়ার সেণ্টারের তত্ত্বাবধানে দায়িত্বে নিয়োজিত। অবসরে তিনি জনসেবা, ভ্রমণ ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন ।

4 thoughts on “যাপিত জীবন

  1. অনেকদিন পর আপনার লিখা পড়লাম। আমার কাছে ভালো লেগেছে। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. জীবনটা এরকমী অনেক শুভ  কামনা জানাই কবি আপা

    ভাল থাকবেন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।