স্বপ্ন বুনি প্রতিদিন, প্রতিটা মুহুর্তে
ব্যর্থের কুঠারাঘাতে স্বপ্ন টুকরো টুকরো,
হিংসার উনুনে জ্বলে
মানুষের প্রতি মানুষের ভরসার দাঁড়িপাল্লা।
মনের শেলফে থরথর করে সাজিয়ে রাখা
ইচ্ছেগুলিও দিনদিন আত্মহত্যার পথ খুঁজে,
কিম্বা খুন হচ্ছে কটু কথায়,
অথবা ব্যঙ্গ্যার্থ হাসির জোয়ারে ভেসে যায়।
হীনমন্যতার অন্তরালে আঁটকে
আজ দিক বেদিক কতজনের নোনতা অবজ্ঞায়!
যা হিসেব কষলে শুধু ভাগফল অট্টহাসি
তবুও মানুষ মানুষের জন্য গল্প লিখি।
স্বার্থপরতার এই যুগে
মিষ্টি ভাষার মানুষগুলো পর্বতশৃঙ্গে,
আর তুমি শুধু তোমার একাকী গন্তব্য পথে
যে পথ বড্ড মলিন; ফ্যাকাসে।
মাশাআল্লাহ চমৎকার লেখা
শুভকামনা রইল
ভালো লিখেছেন কবি। শুভ সকাল।
সত্যই চমৎকার অনুভব
শুভ কামনা রইল————