গোলগাল পৃথিবীর আকাশটাও গোল,
নীল সাদা লাল মেঘ সেথা বাঁধায় গণ্ডগোল,
সাদা মেঘ সন্ধ্যায় লাল হয়ে যায়,
আকাশটাও তার বুক রঙে সাজায়।
সবুজের বুকে জ্বলে ওঠে লাল,
পশ্চিমের সূর্য কী গোলগাল,
গোধূলির রঙ এসে হেসে ওঠে ফিক,
জলের উপর লাল রোদ করে ঝিকমিক।
মিহি হাওয়া বয়ে যায় ক্ষেতের বুকে,
ধানের পাতার ঢেউ দোলে যে সুখে,
বিকেলের বুকে বসে সুখ কুড়াই,
কার্তিকের হাওয়ায় মনটা জুড়াই।
নীড়ে ফেরা পাখি’রা নীলে ওড়ে ঘুরে,
সূর্য ঐ যায় চলে মাঠ ছেড়ে দূরে,
ভালো লাগার আবেশে ভরে যায় মন,
গোধূলি লগনে করে আহা সুখ আহরণ।
সময়ের চাকাটা খুব দ্রুত ঘুরে,
দিনের আলোর বিদায়ী বাঁশিটা বাজে করুণ সুরে,
চলে যাবে দিন রাতের বাড়ী,
আলোর পিছনে রাত টেনে দেয় দাঁড়ি।
লাল রঙ হবে কালো রাতের টানে,
আমিও যাব ফিরে নীড়ে মমতার টানে,
সুখগুলো জমা রাখি বুকের কোণে,
রোমন্থন করবো একদিন স্মৃতির রিংটোনে!
.
(স্যামসাং এস নাইন প্লাস, পীঁরেরগাঁও মিয়াবাড়ি চুনারুঘাট)
সুখগুলো জমা রাখি বুকের কোণে,
রোমন্থন করবো একদিন স্মৃতির রিংটোনে!
হৃদয় ছোঁয়া কথন ও মনোমুগ্ধকর লেখনীতে মুগ্ধ হলাম। শুভকামনা রইল।