উষ্ণতার জার্সি

images জাসি

সময়টা এখন মাঠ ভরা ফুটবল-
প্রিয় দলের জার্সি গায়ে হায় উল্লাস
টিভির পর্দায়, এলার্জির আর্তনাদ
রাস্তার মোড়ে মোড়ে আর বাতাসের
গায়ে পতপত করে উড়ছে পতাকা
আপন চিত্রা কোথায় রাখি বলো ভেবে
পাচ্ছি না, তবু ওরা প্রিয় দল নিয়ে ব্যস্ত
রাস্তা পারাপারে সাদা চিহ্ন থাকা সত্ত্বেও
গাড়ি স্লো করে না-কখন হবে দুর্ঘটনা
প্রাণ বুঝি যায়, ফুটবলে হায় উল্লাস পায়
এই হলো নাকের ডগায় বাস্তবতা, আর
জেগে থাকা হিমশীতল উষ্ণতার জার্সি।

১৯ অগ্রহায়ণ ১৪২৯, ০৪ ডিসেম্বর’২২ 

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “উষ্ণতার জার্সি

  1. সুকঠিন এবং স্বতন্ত্র ঘরানার নিজস্ব বা স্বীয় ধাঁচের কবিতা। বুঝতে কষ্ট পেলাম কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি কবি মুরুব্বী দা
      উষ্ণতার জার্সির শুভেচ্ছা রইল
      ভাল ও ‍সুস্থ থাকবেন——

    1. জি কবি মহী দা
      উষ্ণতার জার্সির শুভেচ্ছা রইল
      ভাল ও ‍সুস্থ থাকবেন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।