একটি স্বপ্ন অথবা দুঃস্বপ্ন

কিছুক্ষণ হয় একটা স্বপ্ন অথবা দুঃস্বপ্ন দেখেছি
তখন রাত যেমন নেই, তেমনি দিনও নেই
অক্ষরেখা বরাবর দিনবদলের তাবিজ কবচ আছে,
অথচ আমার আসক্তিহীন স্বপ্ন বেচারার
কোনো পুংলিংগ যেমন নেই, তেমনি স্ত্রীলিংগও নেই!

কিছু কিছু কবিরাজি ব্যথা আতশবাজির চেয়ে
কোনোঅংশে কম নয়, ওদের যতোই….. গোঁয়ার
গোঁফের আড়ালে লুকিয়ে রাখি না কেনো
মরিচ পোড়া গন্ধে ভালোবাসা ঠিকই টের পায়,
সে ভালোবাসার হয়ত কোনো উদাহরণ নাই
সে প্রথম প্রেমিকা, দ্বিতীয়া স্ত্রীর মতোন বাজখাঁই!

তবুও বেলা আর খেলা একদিন গড়পড়তা হবেই..
ভোজবাজির মতো নাভিমূলে জন্ম নিবে বটবৃক্ষ
সাগর পাড়ির আকণ্ঠ ইচ্ছায় জলাবদ্ধতার গণকবর
এতোকিছু হতাশার পরেও কে চায় দুঃস্বপ্নের রক্তচক্ষু
এরচেয়ে বরং পরের জন্মের কথা ভাবা যাক…
ভাবা যাক……. ক্ষমতা নয় ভালোবাসার উৎস!!!

1 thought on “একটি স্বপ্ন অথবা দুঃস্বপ্ন

  1. হতাশার পরেও কে চায় দুঃস্বপ্নের রক্তচক্ষু
    এরচেয়ে বরং পরের জন্মের কথা ভাবা যাক…
    ভাবা যাক……. ক্ষমতা নয় ভালোবাসার উৎস!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।