খুব কাছে গেলে যে মুখটা অচেনা হয়ে যায়
সবাই তাকে গোল্লাছুট ভাবুক
সে তো কেনা হয়ে আছে কবেই
সে যখন ভাবে ভ্রমন
তুমি ভেবে নিও রেডিও
যা ইথার ছাড়িয়ে ছড়িয়ে যেতে পারে অনেকদূর।
সে যখন দেখতে আকাশের মতো
সে যখন ভেজা গাছ, বৃষ্টিময় রোদ
তোমার দৃষ্টি পথে সে যখন পোড় খাওয়া জন
তার জন্যে মায়া রেখো না কোনো
সে তখন শহরের পথে ইউটার্ন
সে তখন ভ্রমনশূন্য মহাকাশ।
তোমার দৃষ্টি পথে সে যখন পোড় খাওয়া জন
তার জন্যে মায়া রেখো না কোনো
সে তখন শহরের পথে ইউটার্ন
সে তখন ভ্রমনশূন্য মহাকাশ।
বেশ ভাবনাময় কবি আপু