ভাসমান

ttyu

একটা আকাশ শূন্যতে ভাসতে চায়!
গল্পের রূপ লাবণ্য কি জানতে চায় না,
মাটির মায়া কি বুঝতে চায় না- আকাশ
চায় যত তারার সাথে মিতালী সাদা মেঘে
ময়ূরপঙ্খি হতে, জানি কত গল্প গাঁথা শুধু
কষ্টের প্রজাপতি উড়া- তবু মাটির কবিতা
বৃষ্টি বাদল শ্রাবণ দিনে কাদা জল একাকার
কি অদ্ভুত গল্পটা সীমানাহীন রোদ্দুর;
যতো সব সোনালি আইল পাথার যেখানে নাকি
গল্পের ইতি টানা সবুজ রঙে সাজানো মাটি
আর আকাশের গলা পর্যন্ত আনন্দ উল্লাস
হাসতে হাসতে ময়ূরপঙ্খি সাজে ভাসমান।

২৬ পৌষ ১৪২৯, ১০ জানুয়ারি’২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ভাসমান

  1. আকাশের গলা পর্যন্ত আনন্দ উল্লাস
    হাসতে হাসতে ময়ূরপঙ্খি সাজে ভাসমান।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনেক শুভ কামনা রইল

      কবি মুরুব্বী দা ভাল থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।