মন বাগানে ফুল ফুটেছে

32

মন বাগানে ফুটেছে ফুল, উড়ছে প্রজাপতি রঙিন ডানায়
সুখ হাওয়ার তোড়ে যদি যাই হারিয়ে অজানায়,
খুঁজবে আমায় খুঁজবে, নাকি যাবে ভুলে,
স্মৃতিগুলো রাখবে বন্ধু বুক দেরাজে তুলে?

তুমি বিষাদ দাও তাই বলে মন হবে না প্রজাপতি
মন জমিন মুগ্ধতায় উর্বর করলে কী বা এমন ক্ষতি,
বাঁকা চোখে তাকিয়ো না বন্ধু, তাকিয়ো না বাঁকা চোখে
যদি না বাসো ভালো তবে রয়ো না সম্মুখে।

আমি প্রজাপতি, আমি ফুল বাগান
আমি ঠোঁটে তুলি সুখে বেঁচে থাকার গান
থাকো নিরামিষ হয়ে, তিতে বুলি থাকুক ঠোঁটে,
আমার চুপচাপ থাকতে ভালো লাগে না মোটে।

মনের ভিতে রুয়ে রাখি মুগ্ধতার চারা
সেখানে পাপড়ির ডানা মেলে সুখ ফুল ফুটে আমি উচ্ছাসে আত্মহারা
তুমি একঘেঁয়েমী লেজ ধরে বেঁছে আছো হরপল,
আমি মুগ্ধতা সুখ আর উচ্ছলতা ছিনিয়ে আনতে হয়েছি সফল।

আকাশেই থাকো, জমিতে আর হবে না নামতে
হবে না আর হাসি খুশির উত্তাপে ঘামতে,
আমি প্রজাপতির ডানায় উড়ি একা আকাশে
তুমি হয়ো না পরিণত বেদম দীর্ঘশ্বাসে।

যা যায় গেল, ফিরে তাকাবো না আর
এবেলা প্রজাপতির ডানায় হয়েছি সওয়ার
গিয়ে থামবো শৈশবে যেখানে আমার কৈশোর বেলা
সুখি থাকি ধুর ছাই বলে উড়িয়ে দিয়ে তোমার যত অবহেলা।

1 thought on “মন বাগানে ফুল ফুটেছে

  1. গিয়ে থামবো শৈশবে যেখানে আমার কৈশোর বেলা
    সুখি থাকি ধুর ছাই বলে উড়িয়ে দিয়ে তোমার যত অবহেলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।