রঙধনুহীন কিছু মানুষ আছে
অভাবের কথা শুনলে মরে যায়;
প্রাচুর্য দেখলে অজ্ঞান হয়!
বাস্তবতার মুখে গুলিফোটাই-
তবু আমরা শ্রেষ্ঠ মানুষ!
অভাব প্রাচুর্য সুখের নায়ে ভাসাই
কৃত্রিম নদীর জলে জলে-
তারপর শূন্য মাটিতে মিশি
বলো দেহের কোন পকেটের ফ্রেমে
নিয়ে গেলে অভাব প্রাচুর্য।
০৭ মাঘ ১৪২৯, ২১ জানুয়ারি’২৩
শূন্য মাটিতে মিশি
বলো দেহের কোন পকেটের ফ্রেমে
নিয়ে গেলি অভাব প্রাচুর্য।
জি কবি মুরুব্বী দা
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন——
বাহ্ দারুণ রচিলেন কবি প্রিয়।❤
জি কবি মহী দা
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন——