স্বস্তি বাচন মন্ত্র

তোমাকে খুঁজতে গিয়ে হারিয়ে এসেছি কোন হাহাকারের ভেতর
কত ঘুম লুকিয়ে পড়েছে প্রাচীরের পর প্রাচীর পেরিয়ে একেকটা রাতের পারে
তোমাকে শুইয়ে দিয়েছি কোমল ধবল তুষারে
কোনদিন জেগে উঠবে কি?
বলবে কি ডেকে, “মায়াবতী রাজকন্যাগো চন্দ্রালোকিত জলে
তুমিও লেগে গেছো চাঁদের মতো করে
তোমার সুবাস পাই এত দূর থেকেও
এসো, কাছে এসো।”
কে কার কাছে যায় বলো?
চোখের মতন চোখ হলে মন ছোঁয়া যায়
মনের মতন চোখ উড়ে যায়, যায়ই
তুমি জানো, তুমি জানো আর কোত্থাও তুমি নেই তো।

যদি ফেরো রাজহাঁসের বুক থেকে মেলে দেব নম্র ওম
দুইহাতের তালুতে তুলে নেব কঠিন চিবুক তোমার
মায়ায় জড়িয়ে রাখব আরও বিরাশি বছর
এবং ফিসফিস করে বলে দেবো, “হারিয়ে যাও ফের”
ঋণ করে ভালো থাকতে ভালো লাগেনি কখনো আমার

যে সমাধি গড়ে উঠেছে বুকের ভেতর
সেখানে তোমার শব রাখা নেই কোনো
আছে শান্ত এক নির্জন পরিণতি
ফিরে যাও, এখানে হাহাকার ছাড়া; শূন্যতা ছাড়া আর কিছু নেই
সমাধিক্ষেত্র পেছনে ফেলেই মানুষ চলে যায় সামনের দিনে
সুশীতল ঝরনায় প্রবহমান চারুজলের দিকে
যেখানে পরীদের মেয়েগুলো সাঁতার কাটে
এই জন্মে তাদের জন্যে তুমি বহমান নদী হয়ো
কাউকে খুঁজতে খুঁজতে তোমার হাহাকার ঢেউ হয়ে ছুটে যাক
সাথে ছুটে যাক বিষাদজ্বালাগুলো এদিক থেকে ওদিক, সেদিক
শত শত ঘুম তোমার আইরিশ সমাধিতে প্রোথিত হয়ে আছে।

2 thoughts on “স্বস্তি বাচন মন্ত্র

  1. এই জন্মে তাদের জন্যে তুমি বহমান নদী হয়ো
    কাউকে খুঁজতে খুঁজতে তোমার হাহাকার ঢেউ হয়ে ছুটে যাক
    সাথে ছুটে যাক বিষাদজ্বালাগুলো এদিক থেকে ওদিক, সেদিক
    শত শত ঘুম তোমার আইরিশ সমাধিতে প্রোথিত হয়ে আছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সমাধির পরেও কিছু

    সে পাওয়াটা গন্ধহীন ঘুমান্ত কবি আপু

    ভাল থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।