ভূতের মাসি

3t

জমাট শীতে হঠাৎ এক ঝড়বাদলের রাতে।
ছমছমে এক গভীর রাত
নিজের কাঁধে রাখছি হাত
ভয়েই মরি একলা থাকি
বাঁচার এখন অনেক বাকি
ভূতের মাসি ভাংরা নাচে আনন্দেতে ছাতে।

2 thoughts on “ভূতের মাসি

  1. ভয়েই মরি একলা থাকি
    বাঁচার এখন অনেক বাকি
    ভূতের মাসি ভাংরা নাচে আনন্দেতে ছাতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এই কবিতা ধারায় সবায় সুখে থাক কবি দিদি

    ভাল থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।