____মৌন বিস্বাদ

____মৌন বিস্বাদ
মাঘের ধুঁয়াসা মেঘে জল নেই
কুয়াশার আড়ালে; শিশির বিন্দু
আমলকীর নাঙ্গা শরীর ভিজে সারা।

উত্তরের ক্ষেপ
মৃদু শৈত্যপ্রবাহ
উত্তরের খোলা দ্বারে তুমি দাঁড়িয়ে
চেতনায় পোড়া;
বার বার ভুলের খেসারতের মাত্রা গুনে
ইজি চেয়ারে সবে ঝিম ধরেছে।

কার্নিশে একলা কাক ডেকে উঠে আচমকা
এবার তন্দ্রা টুটে;
বিবর্ণ ঠোঁটে কফিতে চুমুক বি-স্বাদের।
কাকটা উড়ে গেলে
বেগুনী পাপড়ি ঝরে পড়ে ক্যাকটাসের
মৌন বিস্বাদ।

আজ ১৭ মাঘ ১৪২৯

2 thoughts on “____মৌন বিস্বাদ

  1. মাঘের ধুঁয়াসা মেঘে জল নেই
    কুয়াশার আড়ালে; শিশির বিন্দু
    আমলকীর নাঙ্গা শরীর ভিজে সারা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।