বেলা শেষের গান

493

গহন চৈত্রের দিনে দহন চিরস্থায়ী হলে
একদিন হারিয়ে যাব
আগমন নিষিদ্ধ কর হে পুত
এখানে বিছিয়ে দিয়েছি শামুক জীবন
নিরুদ্ধ অন্ধকার – মুখোশের দিন
দূর অরণ্যে মিশে গেছে মায়াবী গল্পের কথন

পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে এখন
কে রাখে কার খোঁজ
ফুরিয়ে আসছে আগুনের দিন
সঘন মেঘ – অরণ্য সারি সারি
দৃশ্যের ভেতর জন্ম নিচ্ছে শৈশব
পৃথিবী যেন একটা অচেনা গুহা

একদিন হারিয়ে যাব
পাশে পড়ে থাকবে ব্যথিত মুখ
হাহাকার – পরিত্যক্ত হবে দেহ
অসমাপ্ত কাহিনী আর লিখবে না কেউ
একা বসে নৌকায় – শেষ যাত্রী আমি
একা মাঝি গায় ধল প্রহরের গান।

2 thoughts on “বেলা শেষের গান

  1. এখানে বিছিয়ে দিয়েছি শামুক জীবন
    নিরুদ্ধ অন্ধকার – মুখোশের দিন
    দূর অরণ্যে মিশে গেছে মায়াবী গল্পের কথন … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. নিজের পৃথিবীটা বেশ হবে এটাই স্বাবাভিক

    যার শুরু আছে শেষটাও হয় বৈকি কবি দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।