তুই কি আজকাল কবিতা লিখিস না ?
চৈত্রের ছায়াঘন দুপুর, বাঁশপাতার সরসর,
মেঘলা জলে গাছের কাঁপা কাঁপা ছায়া
কবিতা জমে ওঠে অশ্বত্থের পাতার মত
শুধু তুই খুব চুপচাপ আর তোর কলম।
একদিন ঠিক খুঁজে পাবি কবিতার লাইন
ওই অস্তরাগের রঙে রাঙানো আকাশের কোলে
অথবা দিগন্তব্যাপী পাহাড়চূড়ার ধূসরতায়
নদীর কলকল জলের সাবলীল ভঙ্গিমায়
দূরে প্রশস্ত শস্যক্ষেত্রের অপার সবুজ মহিমায়
খুঁটে খাওয়া কোনো চড়ুই বা শালিকের সহজতায়,
এ সবই ফিরিয়ে দেবে তোকে কবিতার পংক্তি।
খুঁটে খাওয়া কোনো চড়ুই বা শালিকের সহজতায়,
এ সবই ফিরিয়ে দেবে তোকে কবিতার পংক্তি।