হাতে তখন বাবার স্মৃতি পালক
পটভূমি পার্বত্য বন
বয়স যেন হারানো এক পাখি
সবুজ থেকে ধূসর হওয়া মন।
এপাশ ওপাশ বহতা এক নদী
ঢেউ দিয়ে যায় মৎসকন্যা ঝিলিক
কাচ হৃদয়ের টুকরো এদিক ওদিক
সময় বড় চঞ্চল এক শালিক।
শাদা কালোর সেলুলয়েড ফিতে
ত্রিভুজ ভাঁজে টাইম ট্র্যাভেল যন্ত্র
ফাগুন আগুন পলাশ ইশারায়
গুনগুনিয়ে মনখারাপি মন্ত্র।
রহস্যের দুহাতে জাগলিং
অনবধান শব্দ কলস ফাঁকি
নদীর দুপাশ ছড়ায় শ্মশান ভূমি
আর ক’টা দিন, আর ক’টা দিন বাকি।
শেষের বেলা …
নদীর দুপাশ ছড়ায় শ্মশান ভূমি
আর ক’টা দিন, আর ক’টা দিন বাকি।
গম্ভীর এক অনুভবের চিত্র ফুটে উঠেছে লিখাটিতে। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। স্বেচ্ছা প্রয়াসের জন্য একরাশ ধন্যবাদ।