সঠিক মনে নেই তোমায়
শেষ কবে স্বপ্নে দেখেছিলাম !
হঠাত্,
কেমন উচ্ছিন্ন শব্দে জেগে উঠি;
ফাল্গুনের আগে মাঘের হিম শীতে
বিবর্ণ জড়ানো এক ঘরের কোণে।
রাত্রির শরীর বেয়ে জোছনা ঝরে
সময় বৃত্তের কাটি মেপে মেপে
পৃথিবীর উঠোন জুড়ে।
যা কেবল’ই ভাবায় ঘুমের ভিতর
গোলকধাঁধার মতন অনন্ত মাইল।
চারদিকে গাঢ় অন্ধকার নীরবে ঝরে
ভোরের নীলকণ্ঠ পাখির মতন
শিশির কণা ছুঁয়ে ছুঁয়ে নরম ঘাসে।
অনেক রাত্রি হলে, রোজ ঘুম ভেঙে যায়;
নক্ষত্রের নিচে ধূসর বিষণ্ণ পৃথিবীটা
ভীষণ ফাঁকা মনে হয় তখন !
হলুদ রঙের আলোয় আকাশ ভরে গেলে
নদীর ধারে জলের গন্ধ মেখে
প্রকৃতির নিবিড় পলকে ইচ্ছে হয়,
তোমায় নিয়ে স্বপ্ন দেখতে।
পুরনো স্কুলঘর,
ভাঙা সাঁকোর নিচে নীরব স্রোতধারা,
আষাঢ়ের বিকেলে নরম ঘাসে হাঁটা …
নদীর ধারে জলের গন্ধ মেখে
প্রকৃতির নিবিড় পলকে ইচ্ছে হয়,
তোমায় নিয়ে স্বপ্ন দেখতে।