নারী তোমার পরিচয় প্রেমে নয় ভালোবাসায়

নারী তোমার প্রেম নয়, ভালোবাসা চাই প্রতিনিয়তে
তোমার যৌবন তো সূর্যোদয়ে শুরু; শেষ সূর্যাস্তে
সারাটা জীবন পাড়ি দাও অভিনয়ে মত্ত হয়ে
প্রেম পিপাসু হারামী নর যে কামের তাড়নায় তোমায় অধীর করে তোলে!

প্রতিটি প্রাণীর ডিম্বানু জাগে হয়তো মাসের শেষে
শুক্রানু ক্ষণেক্ষণে খোঁচা দেয় হারামী নরের দেহে
অসহায় ডিম্বানু জেগে ওঠার আগেই ঘুমিয়ে পড়ে শুক্রানুর সাক্ষাতে
বছর কেটে যায় ফেরেনা স্বরূপে; নারীর প্রেম অসার হয় পুরুষের কামনাতে।

নারী, তোমার ভ্রু-যুগল আমায় আকুল করে
তোমার ওষ্ঠাধরে যেন পদ্ম ফোটে প্রতিরাতে
আনত মুখ চন্দ্র-মল্লিকার মতো ব্যাকুল করে তোলে আমায়
তোমার অবয়ব দেখে বিভোর হই, প্রেমে নয় ভালোবাসায়।

নারী, তুমি শান্ত হও। ভালোবাসা ছড়িয়ে দাও বিশ্বময়
পতিসেবা, প্রেম কিংবা শুধু কামে নয় তোমার পরিচয়
তুমি ভালোবাসার বটবৃক্ষ, সম্রাট শাহজাহানের তাজমহল
কামের অভিনয় থেকে বেরিয়ে এসো নারী, ভালোবাসাময় জীবন করো সচল।

2 thoughts on “নারী তোমার পরিচয় প্রেমে নয় ভালোবাসায়

  1. তুমি ভালোবাসার বটবৃক্ষ, সম্রাট শাহজাহানের তাজমহল
    কামের অভিনয় থেকে বেরিয়ে এসো নারী, ভালোবাসাময় জীবন করো সচল।

    ___ যখন আপনার কবিতা নিয়মিত পড়া হতো তখনকার সেই স্মৃতি মানসচক্ষে ভেসে এলো স্যার। একই সেই চেনা গাম্ভীর্যে ফুটে উঠেছে আজকের কবিতাও। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।