পোড়াতে ভালো লাগে
কাক প্রতীক্ষার মতো সময়
অগ্নিশলাকায় ছুঁয়ে দেয়া ঠোঁট
আজকাল পূণঃপৌণিক হারে শিখে নিচ্ছি
নিজবৃত্তে বন্দি থাকার সমূহ কৌশল
ভুল জায়গায় অন্ধকারের ছায়া পড়লে
সওদাগরী জাহাজ ভুলে যায় পথ
বাড়ছে শুধু শখের ঝোলাটার ভার
সূর্যদুয়ারে দাঁড়িয়ে গেছি এক পৃথিবীর দেনা নিয়ে
এখন পুড়তে ভালে লাগে
অগ্নিশলাকার মতোই শুধু সাবলীল অপেক্ষা।
এখন পুড়তে ভালে লাগে
অগ্নিশলাকার মতোই শুধু সাবলীল অপেক্ষা।
সুন্দর কবি দা