ভোর গঞ্জনা

ভোর গঞ্জনা

রাত এলে দেহের কুঞ্জ বনে
শৈশবের ধান চাষের ঘন্টা বেজে উঠে;
ঘুম এলে স্বপ্ন ডাঙ্গার প্রেম
প্রেম ভাব-যেনো দীর্ঘশ্বাস নাকের ডগায়
ভেসে যায় মেঘ- পানকৌড়ি
সাঁতার কাটার জল কিংবা বুনোহাঁস!
এভাবেই যাচ্ছে সরগম সব
চাপটা আঘাত, রক্তপাত, ভোর গঞ্জনা-
স্বার্থপর দিনের আলো বুঝে না
গড়ে আসে সন্ধ্যা অথচ শৈশব ফিরে না।

২২ ফাল্গুন ১৪২৯, ০৫ মার্চ ২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ভোর গঞ্জনা

  1. এভাবেই যাচ্ছে সরগম সব
    চাপটা আঘাত, রক্তপাত, ভোর গঞ্জনা-
    স্বার্থপর দিনের আলো বুঝে না
    গড়ে আসে সন্ধ্যা অথচ শৈশব ফিরে না।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক শুভ কামনা জানাই
      মুরুব্বী দা ভাল ও সুস্থ থাকবেন—–

    1. অনেক শুভ কামনা জানাই
      মহী দা ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।