রাত এলে দেহের কুঞ্জ বনে
শৈশবের ধান চাষের ঘন্টা বেজে উঠে;
ঘুম এলে স্বপ্ন ডাঙ্গার প্রেম
প্রেম ভাব-যেনো দীর্ঘশ্বাস নাকের ডগায়
ভেসে যায় মেঘ- পানকৌড়ি
সাঁতার কাটার জল কিংবা বুনোহাঁস!
এভাবেই যাচ্ছে সরগম সব
চাপটা আঘাত, রক্তপাত, ভোর গঞ্জনা-
স্বার্থপর দিনের আলো বুঝে না
গড়ে আসে সন্ধ্যা অথচ শৈশব ফিরে না।
২২ ফাল্গুন ১৪২৯, ০৫ মার্চ ২৩
এভাবেই যাচ্ছে সরগম সব
চাপটা আঘাত, রক্তপাত, ভোর গঞ্জনা-
স্বার্থপর দিনের আলো বুঝে না
গড়ে আসে সন্ধ্যা অথচ শৈশব ফিরে না।
অনেক শুভ কামনা জানাই
মুরুব্বী দা ভাল ও সুস্থ থাকবেন—–
আহা অপূর্ব অনুভবের লেখা কবি
অনেক শুভ কামনা জানাই
মহী দা ভাল ও সুস্থ থাকবেন—–