নারী দিবসের কবিতা

দিবসকে পাশে রেখে আমি খুঁজি তরল আকাশ
যে আকাশ চিরদিন ছায়া হয়ে থেকে যাবে পাশে,
পাখিদের গানে গানে, পুষ্পদের
স্বতন্ত্র বিন্যাসে
এ জীবন সম্মিলিত- এ জীবন
প্রেমের প্রকাশ।

তোমাকেই ধ্যানী জেনে, পাপড়িগুলো দেবো প্রিয়তমা
অক্ষরের অনুরাগে যে ঋতু অপেক্ষায় থাকে
বসন্তে সুবাস ছড়ায়, বর্ষায় ঢেউচিত্র আঁকে
জলাচলে এই প্রেম চিরদিন রেখে দিও জমা।

নির্মাণের আদিকলা, সৃষ্টির এই যে পেখম
সেজে আছে স্তরে স্তরে কল্যাণের
জন্মদ্যুতি হয়ে
মানুষই করেছে সব, শ্রম-ঘাম মাটিতে মিশিয়ে
নর-নারী, একে অন্যে মিশে মিশে
খুঁজেছে পরম।

ভূবনগ্রহিতা তুমি,তোমাকে নমস্য
মানি- নারী!
এই দেখ, রুয়ে যাচ্ছি জন্মাবধি
গোলাপের সারি।

#
নিউইয়র্ক √ ০৮ মার্চ ২০২৩

1 thought on “নারী দিবসের কবিতা

  1. অক্ষরের অনুরাগে যে ঋতু অপেক্ষায় থাকে
    বসন্তে সুবাস ছড়ায়, বর্ষায় ঢেউচিত্র আঁকে
    জলাচলে এই প্রেম চিরদিন রেখে দিও জমা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।