গন্ধ

tty

বাতাসের গায়ে যখন
সোনালি দিনের গন্ধ পাই!
তখন কারেন্ট শট খায়;
মৃদু কথা হয়, ঘোর পূর্ণিমায়,
চাঁদ আপনায় চলে আসে- আসে-
যত আনন্দ, চোখের পাতায়
পাতায় খেলা করে করে- একাকার
কোন ক্লান্তবোধ নাই গন্ধ ফুরায় না
শুধু দুর্বলা ঘাসের মাঠে ঘাসফড়িং,
জোনাকিরা মাতোয়ারা নাচে নাচে।
বাতাসের গায়ে যখন সোনালি
দিনের গন্ধ পাই- গন্ধ, গন্ধ।

২৭ ফাল্গুন ১৪২৯, ১২ মার্চ ২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “গন্ধ

  1. অসাধারণ শব্দের কারুকাজ সংবলিত লেখা, খুব ভালো লাগলো। শুভকামনা রইল।

    1. পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
      কবি মহী দা !
      ভাল ও সুস্থ থাকবেন——

  2. শুধু দুর্বলা ঘাসের মাঠে ঘাসফড়িং,
    জোনাকিরা মাতোয়ারা নাচে নাচে।
    বাতাসের গায়ে যখন সোনালি
    দিনের গন্ধ পাই- গন্ধ, গন্ধ।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
      কবি মুরুব্বী দা !
      ভাল ও সুস্থ থাকবেন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।