ধনী হওয়ার প্রতিযোগিতা

আমরা প্রত্যেকেই ধনী হওয়ার প্রতিযোগিতায় নেমেছি, যেখানে আগে মানুষ হওয়ার কথা ছিল। পড়ালেখার সময়কাল সবাই বলি, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবো। আসলে কথাটা ধারণ না করে, অনুভব না করেই বলি। পড়ালেখা শেষ করে সবাই ধনী হওয়ার কথাটাই ভাবি, আমিও হয়তো এতোটা এর ব্যতিক্রম নয়। যদি মানুষই হতাম তাহলে হয়তো দেশে খুনী, ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মীর জাফর, দেশদ্রোহী, অপব্যবহারকারী, সিন্ডিকেটকারী, অবৈধ পাচারকারী, অন্যায় ও অত্যাচারকারী তৈরী হতো না। চলো আমরা সবাই মানুষ হওয়ার চেষ্টা করি।

2 thoughts on “ধনী হওয়ার প্রতিযোগিতা

  1. চলুন আমরা সবাই মানুষ হওয়ার চেষ্টা করি। ___ মহৎ এবং সৎ আবাহন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।