সংযোগ

তোমার সাথে আমার আর দেখা হবে না
হবেনা মানে হবেইনা
তুমি ডান দিকের দরজা খুলে বাঁদিকে ঢুকবে
আকুলি বিকুলি করবে
কি কি ভুল হয়েছিল মনে করবার চেষ্টা করবে
তোমার সব মনযোগ জুড়ে থাকব আমি
আমার অবশ্য খুব একটা ক্ষতি হয়নি
তুমি অবিবেচকের মতো চলে গিয়েছিলে, এই তো
এটা আর এমন কি ক্ষতি বলো!

আস্তে আস্তে তোমার মনে পড়তে থাকবে
ওই দিনটার কথা
যেদিন আমাকে বাজে কথা বলেছিলে
সবিতা নামের মেয়েটার কথা গোপন করেছিলে
আর আমাকে বিশ্রীভাবে একঘেঁয়ে বলেছিলে
তোমার সব মনে পড়তে থাকবে।

আমি যেহেতু সব ভুলে গেছি
আমি যেহেতু তোমাকেও ভুলে গেছি
আমার মন খুব একটা খারাপ হবেনা।

তুমি দরজা খুলে আলো দেখাবার ছলে আমাকে
দেখতে চাইবে
তুমি সেতারের বাজনাটুকু নতুন করে শোনাবে
আর আমরা দুজনেই সুরে মগ্ন হতে হতে ভাববো
ভাগ্যিস আমরা কখনো ব্যবচ্ছিন্ন হইনি
তাই তোমার সাথে আমার আর দেখা হবেনা
হবে না মানে হবেইনা।

2 thoughts on “সংযোগ

  1. তুমি দরজা খুলে আলো দেখাবার ছলে আমাকে
    দেখতে চাইবে
    তুমি সেতারের বাজনাটুকু নতুন করে শোনাবে
    আর আমরা দুজনেই সুরে মগ্ন হতে হতে ভাববো … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. বেশ অভিমানি কথা অনুরাগ ভালবাসা কবি আপা

    ভাল থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।