লেলিহান অগ্নিতে

images-6

আজি যত্রতত্র সাইরেন বাজছে,
লেলিহান অগ্নিতে দেশটা যে পুড়ছে,
সীতাকুণ্ড থেকে বঙ্গবাজার কোথাও কি শান্তি-
মরিছে মানুষ দগ্ধ শত স্বপ্ন।

জনৈক ব্যাপারীর আহাজারি,
পুড়ে শেষ স্বপ্ন শত লাখের,
আগুনের লেলিহান লালসায়-
বঙ্গবাজারের বুকে নেমেছে প্রলয় তাণ্ডব।

দোকানের চৌহদ্দিতে প্রবেশে অপারগ,
মানুষের স্বপ্ন গুলো পুড়ে যায় দেখ,
লেলিহান অগ্নিতে পারে না আত্মাহুতি-
আমাদের দেশটা ক্ষণে ক্ষণে পুড়ছে।

ভাইয়া আমার সব শেষ,
করুণ আহাজারিতে আকাশটা হচ্ছে ভারী,
নিয়তির দোষে বুঝি-
এমন লেলিহান অগ্নিকাণ্ড।

আমাদের দেশটা পুড়ছে সর্বত্র,
সেই সীতাকুণ্ড থেকে আজকের বঙ্গবাজারে,
অসহায় ব্যাপারীর কান্দনে,
কি সান্ত্বনা দিবো জানি না আজ।

অসহায় চাহনিতে তাকিয়ে,
স্বপ্নগুলো পুড়ে শেষ মুহূর্তের ব্যবধানে,
লেলিহান অগ্নিতে বঙ্গবাজার পুড়ছে,
এই বুঝি নিয়তির দোষে বেদনাহত।

পরার্থে সেবিতে শত মানুষের ভীড়,
তবুও অগ্নিতে পুড়ে ছারখার সব,
আমাদের দেশটা পুড়ছে ক্ষণে ক্ষণে আজ-
স্বপ্নসমেত মানুষের আত্মাহুতি।

আজি যত্রতত্র সাইরেন বাজছে,
লেলিহান অগ্নিতে দেশটা যে পুড়ছে,
কত প্রাণ কিংবা স্বপ্নের বিলিনে-
শান্ত হবে আমাদের দেশটা।

বুকফাটা আহাজারিতে আকাশটা ভারী আজ,
শত স্বপ্ন ঝরে গেলো,
লেলিহান অগ্নিতে-
বঙ্গবাজারে।

4 thoughts on “লেলিহান অগ্নিতে

  1. বুকফাটা আহাজারিতে আকাশটা ভারী আজ,
    শত স্বপ্ন ঝরে গেলো,
    লেলিহান অগ্নিতে-
    বঙ্গবাজারে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।