সত্য মিথ্যার জয় পরাজয়

ffrt

সত্য কথায় জীবন যায়
যেতে হয় কারাগারে,
ন্যায়বিচার খুব কমই হয়
মিথ্যার জয় বিচারে।

মিথ্যে কথায় পুরস্কার মেলে
মেলে সম্মানী পদবী
জোর-জুলুমের হয় উন্নতি
পক্ষে থাকে দেবদেবী।

উচিৎ কথা বলতে মানা
বলতে গেলেই কিল,
সাথে থাকে লাত্থি গুতা
আরও থাকে ঢিল।

মিথাবাদীরা দেয় ধর্মের দোহাই
সেটাই শুনে সর্বজনে,
কোনটা সত্য কোনটা মিথ্যা
যাচাই করে কয়জনে?

.
নিতাই বাবু
১২/০৪/২০২৩ইং।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

4 thoughts on “সত্য মিথ্যার জয় পরাজয়

  1. চমৎকার এক ছড়া

    অনেক শুভ কামনা জানাই কবি দা

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, বাউল কবি লিটন দাদা।

  2. মিথাবাদীরা দেয় ধর্মের দোহাই
    সেটাই শুনে সর্বজনে,
    কোনটা সত্য কোনটা মিথ্যা
    যাচাই করে কয়জনে? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্বেয় দাদা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।