দুই পিণ্ড মাংসের জন্য কতনা হা-হুতাশ
মজিদ চাচা অনেক দিন ধরে পায় না খেতে
তা দেখে আনন্দে নাচে বিদ্যা বালান।
প্রচণ্ড তাপদাহ মজিদ চাচা কাহিল প্রায়
মাথার উপর থাকা পাখা স্থির এখন
গামছা কাঁধে গালি গায়ে করে উন্নয়নের মিছিল।
বিদ্যা বালান মানবিক গুণে পরিপূর্ণ
তাই বিলিয়ে দিতে চায় মাংস পিণ্ড
আশপাশ তেল বিহীন খালি বোতল
কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না
কম্পিত আকাশ বাতাস তিনটা শব্দ বিকট
খেলবো খেলবো খেলবো শুধু মাংস পিণ্ড চাই l
কাব্য কথার অন্তর্নিহিত ঈঙ্গীত … সচেতন কারো বুঝে নিতে অপেক্ষা করবার প্রয়োজন নেই। মানুষ ঘুরে দাঁড়াবেই। সময় কাউকে ক্ষমা করে নাই; করবেও না।
Thank you
দুটোই কঠিন
অনেক দোয়া জানাই
ভাল থাকবেন কবি দা
Thank you
তেল মসলার দাম বাড়লেও অন্তত মাংস খাওয়া কিন্তু কমবে না। মজিদ চাচারও মাংস খাওয়া বাদ হবে না। মজিদ চাচার জন্য শুভকামনা থাকলো।
Thenk you