বেহায়া

আমি এক বেহায়া!
আমার ভেতর আর কিছু নাই
শুধু একটা কায়া।
তার উপর ভর করেছে
ভূত প্রেতের ছায়া।

আমি এক বেহায়া!
ছিন্নভিন্ন প্রদীপের মতো
মরীচিকার মায়া
যেদিকে থাকাই দেখি
শূন্য ভায়া ভায়া।

1 thought on “বেহায়া

  1. মরীচিকার মায়া
    যেদিকে থাকাই দেখি
    শূন্য ভায়া ভায়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।